লক্ষীছড়িতে অবৈধ ভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

লক্ষীছড়িতে অবৈধ ভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৫০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লক্ষীছড়ি জোনের অধীন উল্টাছড়ি অস্থায়ী টহল ঘাঁটি হতে পরিচালিত নিয়মিত আধিপত্য টহল চলাকালীন কেরেক্কাটা এলাকার একটি ঝিরি থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

জানা যায়, গত এক মাস ধরে একটি চক্র গোপনে ওই এলাকায় পাহাড়ি গাছ কেটে কাঠ মজুদ করছিল। তবে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি টহল ও নজরদারির কারণে কাঠ পাচারকারীরা পালিয়ে যায় এবং মজুদকৃত কাঠ ফেলে রেখে যায়।

ইউপিডিএফের অবৈধ অর্থের উৎসে সেনাবাহিনীর হানা: ১ কোটি ২০ লাখ টাকার কাঠ উদ্ধার

পরবর্তীতে টহল দল উক্ত কাঠ জব্দ করে এবং বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

লক্ষীছড়িতে অবৈধ ভাবে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

এ বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক জানান, পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ পাচার একটি বড় হুমকি। সেনাবাহিনী সবসময়ই শান্তি, আইনশৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এমন অবৈধ কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থান বজায় থাকবে।

বর্মাছড়িমুখ এলাকায় ফের সেনা অভিযান: অবৈধভাবে পাচারকালে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার

উল্লেখ্য, পাহাড়ি এলাকায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সংগঠিত কাঠ পাচারকারীদের দমন করতে নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযান চলমান আছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed