টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এলাকার হতদরিদ্র চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কাকরাইদ এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কররপোরেশনের (বিএডিসি) কৃষি খামারের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

জানা যায়, সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ক্যাম্পেইনে মোট দেড় শতাধিক গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদানের পাশাপাশি চশমাও প্রদান করা হয়।

সেবা গ্রহণ করতে আসা রোগী মোসা: রওশন আরা বেগম (৫০) বলেন, ‘আমি এর আগে ময়মনসিংহে আমার একটি চোখ দেখিয়েছিলাম, আজ এখানে আর্মির ডাক্তার দেখালাম। তাদের চেয়ে এখানকার চিকিৎসা ভালো লেগেছে।’

কিশোরগঞ্জের রমজান আলী (৩০) বলেন, ‘আমি বাম চোখে কম দেখি, তারা যে চিকিৎসা দিয়েছেন এটা ভালো লেগেছে।’

কাকরাইদের আজগর আলী বলেন, ‘আমি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে চোখ দেখিয়েছি। কিন্তু এখানে ডাক্তার দেখাতে এসে ভালো লাগছে। কারণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ ভালো হয়।’

স্থানীয়রা জানায়, এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রেখেছে।

এরকম ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed