খাগড়াছড়িতে এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন
![]()
নিউজ ডেস্ক
এম এন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস, ইউপিডিএফ (গণতান্ত্রিক), পিসিপি এবং সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রভাতফেরি, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি বের হয়ে চেঙ্গী স্কয়ারে এসে এম এন লারমার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করা হয়।

এরপর এক মিনিট নীরবতা পালন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
স্মরণসভায় বক্তারা বলেন, এম এন লারমা ছিলেন পাহাড়ের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম মুখপাত্র। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেএসএস (এম এন লারমা)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, কেন্দ্রীয় উপদেষ্টা উদয় কিরণ ত্রিপুরা, জেলা সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা জুকি, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় প্রতিনিধিরাও অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে সকালে তেঁতুলতলা জেএসএস কার্যালয়ে পৃথকভাবে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমা এবং প্রধান অতিথি ছিলেন সুধাকর ত্রিপুরা।
এম এন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ, স্মরণসভা ছাড়াও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে আয়োজক সংগঠনসমূহ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।