দীঘিনালায় বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা: সীমান্ত অপরাধ রোধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দীঘিনালায় বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা: সীমান্ত অপরাধ রোধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দীঘিনালায় বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা: সীমান্ত অপরাধ রোধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় জনসচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ৭ বিজিবি ব্যাটালিয়নের বাবুছড়া ব্যাটালিয়ন চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুবেদার মেজর মো. কামরুল ইসলাম।

সভায় মাদক সেবন ও মাদক ব্যবসার ভয়াবহতা, সীমান্ত অঞ্চলে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং সীমান্ত দিয়ে অবৈধ মানব প্রবেশ (পুশ-ইন) সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড যে শুধু সমাজকে অস্থিতিশীল করছে তাই নয়, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে—তা তুলে ধরেন।

বক্তারা বলেন, “মাদক, চোরাচালান ও পাচার—এসব অপরাধে জড়িত ব্যক্তিরা সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবি বা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, স্থানীয় হেডম্যান-কার্বারী, ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

সভাটি তত্ত্বাবধান করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস।

স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবির জনমুখী পদক্ষেপ সাধারণ মানুষকে সচেতন ও সাহসী করে তুলছে।

উল্লেখ্য, ৭ বিজিবি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed