দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য, আসামে সাবেক প্রধান শিক্ষক আটক

দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য, আসামে সাবেক প্রধান শিক্ষক আটক

দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য, আসামে সাবেক প্রধান শিক্ষক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসামের কাছাড় জেলার এক অবসরপ্রাপ্ত স্কুলপ্রধানকে সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলচর শহরের রংপুর এলাকার বাসিন্দা এবং বানস্কান্দি এনএমএইচএস স্কুলের সাবেক প্রধান শিক্ষক নাজরুল ইসলাম ভূঁইয়াকে আটক করা হয়।

পুলিশ জানায়, দিল্লির বিস্ফোরণসংক্রান্ত এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন— “নির্বাচন সামনে চলে এসেছে।” ওই মন্তব্যের পর ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা ছড়ানোর আশঙ্কায় পুলিশ নিজ উদ্যোগে (সুয়োমোটো) ব্যবস্থা নেয়।

কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন, “জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন ঘটনায় অসচেতন মন্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বা অযথা জল্পনা তৈরি করতে পারে। তাই আমরা মন্তব্যের উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছি।”

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি বিস্ফোরণ পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে অসংবেদনশীল পোস্টের প্রবণতা নিন্দা করে বলেন, “কিছু ব্যবহারকারী এমনকি ঘটনাটি উদ্‌যাপন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা কি সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল? সরকার এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত এবং অনেকে আহত হন। নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed