দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ ঘোষণা

দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ ঘোষণা

দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মোদি।

গত সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বিস্ফোরণের তিনদিন পর বুধবার মোদির সভাপতিত্বে দিল্লিতে মন্ত্রিসভার উচ্চপর্যায়ের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে গাড়ি বিস্ফোরণে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এরপর হামলার নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়।

বিবৃতিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দেয়া হয়। বলা হয়েছে, ‘দেশবিরোধী শক্তির সংঘটিত এক জঘন্য সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করেছে ভারত।’ বিবৃতিতে এই ঘটনাকে ‘রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর পরিচালিত নৃশংস ও কাপুরুষোচিত কাজ’ বলে অভিহিত করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংঘটিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন।

এদিকে দিল্লিতে বিস্ফোরণের পর ভারতজুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে। নিরাপদে সরিয়ে নেয়া হয় ১৭৬ যাত্রীকে।

দিল্লিতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আদালত, বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed