মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫৬ একর পোস্ত ক্ষেত ধ্বংস, মাদকচক্রে বড় ধাক্কা
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে মাদক উৎপাদনের বিরুদ্ধে বৃহৎ অভিযানে নিরাপত্তা বাহিনী প্রায় ৫৬ একর জুড়ে বিস্তৃত পোস্ত চাষের ক্ষেত ধ্বংস করেছে। রাজ্যের কাংপোকপি জেলায় পরিচালিত এই অভিযানে অবৈধ মাদক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, যৌথভাবে পরিচালিত এ অভিযানটি দুটি স্থানে চালানো হয়— থোংলাং আকুটপা ও সংজাং পাহাড়ি এলাকা সংলগ্ন অঞ্চল এবং কাংচুপ থানার আওতাধীন আউলমুন গ্রামে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বৃহৎ পরিসরে গড়ে ওঠা পোস্ত চাষের ক্ষেতগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা, যা দীর্ঘদিন ধরে রাজ্যের মাদক উৎপাদনের মূল উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
অভিযান চলাকালে বাহিনী ১৯টি অস্থায়ী খামার ঘর পুড়িয়ে দেয়, যেগুলোতে মাদকচাষীরা আশ্রয় ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম চালাত বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১০ বস্তা সার এবং ৯ বস্তা লবণ উদ্ধার করে ধ্বংস করা হয়।
এই অভিযানটি মণিপুর সরকারের “ওয়ার অন ড্রাগস” বা ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়, যার আওতায় রাজ্যের দুর্গম পার্বত্য এলাকায় লুকিয়ে থাকা পোস্ত চাষ ধ্বংসের পাশাপাশি বিকল্প জীবিকা কর্মসূচিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ মাদকচাষ বন্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে মণিপুরের পার্বত্য অঞ্চলগুলোকে সম্পূর্ণভাবে মাদক ও পোস্ত চাষমুক্ত করা যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মণিপুর সরকার মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে, যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় মাদক উৎপাদন ও পাচার নেটওয়ার্কে দৃশ্যমান ভাঙন তৈরি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।