বাঘাইছড়ির ভূয়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ

বাঘাইছড়ির ভূয়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ

বাঘাইছড়ির ভূয়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ভূয়াছড়িতে বাঘাইহাট জোনের উদ্যোগে আয়োজন করা হলো এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট, যা পাহাড়ি জনপদে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘদিন ধরে ভূয়াছড়ি, কালুচোরা, ত্রিপুরাপাড়া ও কোজুইতলি পাড়ার তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ ছিল না। এবার সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর জিল্লুরের নির্দেশনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই ভূয়াছড়ি প্রাইমারি স্কুল মাঠে শিশু থেকে প্রবীণ পর্যন্ত সকল বয়সী মানুষের ভিড় দেখা যায়।

বাঘাইছড়ির ভূয়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ

খেলা চলাকালে সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে এক মিলনমেলা। টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর জিল্লুর বিজয়ী দলসহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে উপহার, ফুটবল, জার্সি এবং অন্যান্য খেলাধুলার সামগ্রী প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করছে এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ থাকলেও খেলাধুলার মতো ইতিবাচক আয়োজন তরুণদের স্থিতিশীলতা ও শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনছে।

বাঘাইছড়ির ভূয়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টে উৎসবের আমেজ

একজন প্রবীণ পাহাড়ি বাসিন্দা বলেন, “আগে বাচ্চাদের কোনো আয়োজন ছিল না। এখন সেনাবাহিনী স্কুল-চিকিৎসা থেকে শুরু করে খেলাধুলা—সবকিছুতেই পাশে দাঁড়াচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের গ্রামে আনন্দ ফিরিয়ে এনেছে।”

মেজর জিল্লুর জানান, পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং তরুণদের দক্ষতা বৃদ্ধি—এই লক্ষ্য সামনে রেখে সেনাবাহিনী ভবিষ্যতেও এমন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, এধরনের উদ্যোগ আরও বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক মনোভাব, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed