গুইমারায় ইউপিডিএফ কর্তৃক পাঠাও ডেলিভারিম্যান অপহরণ, চাঁদার দেয়ার শর্তে মুক্তি

গুইমারায় ইউপিডিএফ কর্তৃক পাঠাও ডেলিভারিম্যান অপহরণ, চাঁদার দেয়ার শর্তে মুক্তি

গুইমারায় ইউপিডিএফ কর্তৃক পাঠাও ডেলিভারিম্যান অপহরণ, চাঁদার দেয়ার শর্তে মুক্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বরইতলী এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফ সন্ত্রাসদের হাতে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক বাঙ্গালি ডেলিভারিম্যান অপহরণের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বরইতলী এলাকায় পণ্য পৌঁছে দিতে গেলে মোহাম্মদ তারেক হোসেন (১৯) নামের ওই ডেলিভারিম্যানকে অপহরণ করে করে ইউপিডিএফের পোষ্ট পরিচালক বিকাশ ত্রিপুরার নেতৃত্বাধীন ৬–৭ জন সশস্ত্র সন্ত্রাসী।

অপহরণকৃত তারেক হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা। সশস্ত্র সদস্যরা তার ব্যবহৃত মোটরসাইকেল ও কুরিয়ারের মালামালও আটকে রাখে। এরপর গুইমারা পাঠাও কুরিয়ার সার্ভিসের ইনচার্জ মো. সাইফুল ইসলামকে ইউপিডিএফ সদস্যরা মোবাইলে যোগাযোগ করে ৪০ হাজার টাকা বাৎসরিক চাঁদা প্রদানের শর্তে ‘টোকেন’ নিতে বলেন। দাবি পূরণ না করলে আটক ডেলিভারিম্যানকে অজ্ঞাত স্থানে নিয়ে যাবার হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর কুরিয়ারের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে গেলে ইউপিডিএফ সদস্যরা ২০২৬ সালের অগ্রিম বাৎসরিক চাঁদা হিসেবে ৪০ হাজার টাকা পরিশোধের দাবি জানায়। ইনচার্জ তখন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২৩ নভেম্বর ১৫ হাজার টাকা পরিশোধের প্রস্তাব দেন, তবে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা ২২ নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ ৪০ হাজার টাকা পরিশোধ করে টোকেন সংগ্রহ করতে হবে বলে চূড়ান্ত শর্ত আরোপ করে।

পরবর্তীতে বিকেল ৪টা ৪০ মিনিটে কোনো মুক্তিপণ ছাড়া ডেলিভারিম্যান তারেক হোসেনকে ছেড়ে দেওয়া হয়। তবে ইউপিডিএফ সদস্যরা স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত ৪০ হাজার টাকা প্রদান না করলে পুনরায় তাকে অপহরণ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গুইমারা ও আশপাশের এলাকায় ইউপিডিএফ মূল দলের চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতা নিয়ে স্থানীয়দের আতঙ্ক বেড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *