সিন্দুকছড়ির গড়াইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৩০০ জন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি ক্যাম্পের আওতাধীন গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর আয়োজনে শান্তি চুক্তি দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
চিকিৎসা সেবা ক্যাম্পের নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব।
মেডিকেল ক্যাম্পে ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রোগী এবং ৫০ জন বাঙালি—মোট ৩০০ জন রোগী সাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
স্থানীয় জনগণ জানান, এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি ও আস্থাবোধকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত রাখার দাবি জানান তারা।
উল্লেখ্য, শান্তি প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে সিন্দুকছড়ি জোন বিভিন্ন সময় অনুরূপ কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।