সিন্দুকছড়ির গড়াইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৩০০ জন

সিন্দুকছড়ির গড়াইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৩০০ জন

সিন্দুকছড়ির গড়াইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৩০০ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি ক্যাম্পের আওতাধীন গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর আয়োজনে শান্তি চুক্তি দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

চিকিৎসা সেবা ক্যাম্পের নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব।

মেডিকেল ক্যাম্পে ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রোগী এবং ৫০ জন বাঙালি—মোট ৩০০ জন রোগী সাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

স্থানীয় জনগণ জানান, এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি ও আস্থাবোধকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত রাখার দাবি জানান তারা।

উল্লেখ্য, শান্তি প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে সিন্দুকছড়ি জোন বিভিন্ন সময় অনুরূপ কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed