নানিয়ারচরের দুর্গম কুড়ামারায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ১২২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের বিশেষ অভিযানে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা দুর্গম পাহাড়ি কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন। নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার (২ ডিসেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৫ নভেম্বর থেকে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সেনাসদস্যরা লক্ষ্য করেন যে, অতি দুর্গম এ পাহাড়ি অঞ্চলে কোনো চিকিৎসা কেন্দ্র না থাকায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। অসুস্থ হলে তাদের দূরবর্তী স্থানে যেতে হয়, ফলে অনেক সময় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পান না।
এ অবস্থায় নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মশিউর রহমান-এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে কুড়ামারা, টং তুলিয়াপাড়া ও আশপাশের এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা নিতে অংশগ্রহণ করেন।
নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান ক্যাম্পে ৩০ জন পুরুষ, ৮০ জন নারী ও ১২ শিশুসহ মোট ১২২ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। জোন অধিনায়ক ব্যক্তিগতভাবে ক্যাম্পের কার্যক্রম তদারকি করেন।
জোন অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জনগণের সামগ্রিক স্বাস্থ্যমান উন্নত করতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানান।
উল্লেখ্য, পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানিয়ারচর জোন ইতোমধ্যে একাধিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।