আলীকদমে সীমান্ত সড়কে ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রাঃ এডিশন–৩’ ম্যারাথন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা–পোয়ামুহুরী সীমান্ত সড়কে উদ্দীপনামুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রাঃ এডিশন–৩’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার ভোরে শুরু হওয়া প্রতিযোগিতায় ৫২ কিলোমিটার ও ২৫ কিলোমিটার—দুটি ক্যাটাগরিতে প্রায় ৪৫০ দৌড়বিদ অংশ নেন।
আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে প্রতিযোগীরা কুরুকপাতা পর্যন্ত দৌড়ে পুনরায় একই স্থানে ফিরে এসে দৌড় শেষ করেন। ‘ফর ওয়াইল্ডলাইফ, ফর আর্থ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি বনাঞ্চলের বিপন্ন প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি। সম্পূর্ণ দাতব্যভিত্তিক এই দৌড় থেকে প্রাপ্ত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে বান্দরবানের বিভিন্ন বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষায়।

এবারের আয়োজনের আগে ২০২৩ সালে আলীকদম ডিম পাহাড় সড়ক ও ২০২৪ সালে বান্দরবানের চিম্বুক সড়কে অনুষ্ঠিত হয়েছিল ভার্টিক্যাল ড্রিমার্সের প্রথম দুটি রেস। ঐতিহ্য ধরে রেখে আল্ট্রা বিভাগের ৫২ কিলোমিটার দৌড়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মো. সাজ্জাদ হোসাইন। নারী বিভাগে প্রথম হন সিফাত ফাহমিদা ইতি এবং জ্যেষ্ঠ বিভাগে চ্যাম্পিয়ন মো. আমিনুর রহমান।
২৫ কিলোমিটারের দৌড়ে পুরুষ বিভাগে প্রথম হন আবদুল্লাহ আল নোমান, নারী বিভাগে সৈয়দা ফাতেমি ওয়ারদা এবং জ্যেষ্ঠ বিভাগে চ্যাম্পিয়ন হন মো. আবদূর রব। গন্তব্যরেখা অতিক্রমের পর প্রতিযোগীদের চোখেমুখে ছিল ক্লান্তি জয়ের উচ্ছ্বাস ও তৃপ্তি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আশিকুর রহমান।
এসময় তিনি বলেন, “সারা দেশে দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা এখন স্বাস্থ্যসচেতন মানুষের নীরব বিপ্লবের মতো ছড়িয়ে পড়ছে। পাহাড়ি এলাকায় এত বিপুল সংখ্যক দৌড়বিদের অংশগ্রহণ সত্যিই অভূতপূর্ব।”

রেস ডিরেক্টর ফরহান জামান জানান, তারা প্রতি বছর নতুন ও চ্যালেঞ্জিং রুটে দৌড় আয়োজনের চেষ্টা করেন। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই আয়োজনকে আরও নিয়মিত ও বৃহৎ পরিসরে করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
ইভেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, কালার ড্রপ, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহায়তায় ছিল আলীকদম জোন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, উপজেলা প্রশাসন এবং আলীকদম থানা।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের কঠিন ভূপ্রকৃতি ও সীমিত সুযোগ–সুবিধার মাঝেও এমন বড় পরিসরের আন্তর্জাতিকমানের দৌড় আয়োজন স্থানীয় পর্যটন, ক্রীড়া ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।