বান্দরবানে দ্বিতীয় দিনের মতো সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সহাবস্থান ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সিএইচটি সম্প্রীতি জোট বান্দরবানে দ্বিতীয় দিনের মতো লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। আজ শুক্রবার সকালে বান্দরবান কেন্দ্রীয় মডেল মসজিদ এলাকা ও আশপাশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তারা জুমা শেষে মুসল্লি ও পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি, পারস্পরিক সহনশীলতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
লিফলেটে সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান জানানো হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তির জন্য রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি আনতে হলে সর্বস্তরের মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও প্ররোচনামূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও জানান, আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন চালানো হবে।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সাড়া উল্লেখযোগ্য ছিল। অনেকে এই উদ্যোগকে পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ও ইতিবাচক বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ভয়-সহিংসতা ও বিভেদের রাজনীতির মধ্যে সম্প্রীতি জোটের এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি সামাজিক সচেতনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।