অবৈধভাবে পাচারকালে বর্মাছড়ির মগকাটায় সেনা অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধারকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী ও পেশাদার অভিযানের প্রশংসা করছেন স্থানীয়রা।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে মগকাটা এলাকায় পরিচালিত এই অভিযানে ৫৩০ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়। সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন এ অভিযান চালায়।
পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ অভিযান একটি স্পষ্ট বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে ঝিরিপথ ও দুর্গম পাহাড়ি রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ ভাবে কাঠ পাচারে জড়িত ছিল। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ভুল পরিকল্পনা ও দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে নিরাপত্তা বাহিনী যে সাফল্য দেখিয়েছে, তা তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতারই প্রতিফলন।
প্রায় ১ হাজার ৬০ ঘনফুট কাঠ উদ্ধার এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগের কাছে হস্তান্তরের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বিষয়ে বাহিনীর আন্তরিকতা আরও একবার স্পষ্ট হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অভিযান কেবল অবৈধ কাঠ পাচার ঠেকানোতেই সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও অসাধু ব্যবসায়ীদের একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে যে, পার্বত্য অঞ্চলে আইনবহির্ভূত কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। বিশেষ করে বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
স্থানীয় জনগণের মাঝেও এই অভিযানের ফলে আস্থা বেড়েছে বলে জানা গেছে। তারা বলছেন, নিয়মিত ও কার্যকর অভিযানের মাধ্যমে পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং অবৈধ চক্রগুলো ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়বে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ রক্ষা ও চোরাচালান দমনে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।