বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে সদর উপজেলার তিন শতাধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে বান্দরবান সেনানিবাস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শীতকষ্টে থাকা দরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ রহমান।
তিনি নিজ হাতে অসহায় ও শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারী-পুরুষরা উপস্থিত থেকে সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেজর পারভেজ রহমান বলেন, পার্বত্য জেলা বান্দরবানে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় গরীব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ ও প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম সেনাবাহিনীর চলমান মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সেনা রিজিয়নের এই উদ্যোগ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং সামাজিক সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা আবারও তুলে ধরেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।