খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক - Southeast Asia Journal

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার মাতা উমাদিনী ত্রিপুরা পরলোক গমন করেছেন।

২৯ মার্চ রবিবার বেলা ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে দীঘিনালার নিজ বাড়িততে তিনি ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংসদের মায়ের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ, পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

জানা গেছে বিকেল ৪টায় দীঘিনালা উপজেলার জামতলিস্থ পারিবারিক শ্মশানে তাঁর সৎকার অনুষ্ঠিত হবে।