প্রথাগত রীতিতে লকডাউন খাগড়াছড়ির খবংপুড়িয়া - Southeast Asia Journal

প্রথাগত রীতিতে লকডাউন খাগড়াছড়ির খবংপুড়িয়া

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সুরক্ষা রাখতে বান্দরবান পার্বত্য জেলার ম্রো পাড়া ও লামা উপজেলার ছাগল খাইয়া পাড়ায় প্রথাগত রীতি অনুসরণ করে পাড়ায় প্রবেশে মুখ বন্ধ করে দেওয়ার পর এবার খাগড়াছড়ি জেলা সদরের খবং পুড়িয়া এলাকা লকডাউন করে দিয়েছে স্থানীয়রা।

জানা যায়, ২৯ মার্চ রবিবার সকালে খাগড়াছড়ি সদরস্থ খবংপুড়িয়া এলাকার সচেতন যুব সমাজের উদ্যেগে এলাকায় বহিরাগত জনগনের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় এলাকায় প্রবেশের মুখে বাঁশের বেরিকেড ও হাতে লেখা নির্দেশনাও ঝোলানো হয়েছে।

গ্রামবাসীরা জানায়, উক্ত এলাকার বাসিন্দা, প্রশাসন, সংবাদকর্মী, চিকিৎসক ছাড়া অন্যদের এ এলাকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

You may have missed