এবার খাগড়াছড়িতে হামের প্রকোপ: এক শিশু নিহত, আক্রান্ত শতাধিক - Southeast Asia Journal

এবার খাগড়াছড়িতে হামের প্রকোপ: এক শিশু নিহত, আক্রান্ত শতাধিক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেকস্থ শিয়ালদহে মহামারি হামে প্রায় ৯ জন নিহত ও অন্তত দুই শতাধিক শিশু ও বৃদ্ধ আক্রান্ত হবার পর সেখানে সেনাবাহিনীর সহায়তায় মেডিকেল টিম গঠন করে টিকিৎসা প্রদান ও অধিক আক্রান্ত ৫জনকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর এবার খাগড়াছড়ি দেখা দিয়েছে মহামারি হামের প্রকোপ। আর এ রোগে আক্রান্ত হয়ে গত ২৮শে মার্চ শনিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় ধ্বনিকা ত্রিপুরা (৯) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ধ্বনিকা ত্রিপুরা উপজেলার মেরুং ইউনিয়নের ত্রিপুরা অধ্যুষিত দুর্গম রথিচন্দ্র কার্বারিপাড়ার অমি রঞ্জন ত্রিপুরার মেয়ে। এ ঘটনায় রথিচন্দ্র কার্বারিপাড়ায় আক্রান্ত হয়েছে আরো অর্ধশতাধিক শিশু। হাতে গোনা দু-একজন ব্যতীত আক্রান্ত সকলের বয়স ১০ বছরের নিচে বলেও জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ২৯শে মার্চ রবিবার মেডিকেল টিম সঙ্গে নিয়ে সরেজমিনে ঐ এলাকায় গিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার। জানা গেছে, সেখানে বর্তমানে চিকিৎসা সেবা দিচ্ছে মেডিকেল টিমটি। এর মধ্যে পান্থই ত্রিপুরা (৯) নামের এক শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়াডের সুর্দশন পাড়া, রবিধন পাড়া, আলমনি পাড়া, সামবাড়ি, নবকুমার এলাকায় হাম রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৬/৭ জন শিশু। খবর পেয়ে খাগড়াছড়ি জেলার ডেপুটি সিভিল সার্জন মিঠুন চাকমার নেতৃত্বে ডাক্তার সঞ্জীব ত্রিপুরাসহ ২টি মেডিকেল টিম ইতিমধ্যে আক্রান্ত এলাকায় পৌঁছেছে। তারা রোগটি নিশ্চিত হয়ে সেখানে চিকিৎসা দিবে বলেও জানা যায়।

You may have missed