করোনা পরিস্থিতির মধ্যেও রাঙামাটিতে ঢুকছে ২শ প্রবাসী বাংলাদেশী, কোয়ারেন্টাইনসহ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন - Southeast Asia Journal

করোনা পরিস্থিতির মধ্যেও রাঙামাটিতে ঢুকছে ২শ প্রবাসী বাংলাদেশী, কোয়ারেন্টাইনসহ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে দিশেহারা পুরো বিশ্ব, ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এরই মধ্যে পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ন ঘোষণা করা হয়েছে। আর এই মহামারি পরিস্থিতির মধ্যেই নতুন এক বার্তা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। করোনা ঝুঁকির মধ্যেও বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ২শ প্রবাশী বাংলাদেশী আগামী ২২ এপ্রিল রাঙামাটিতে প্রবেশ করবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ।

তিনি জানান, বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠোনো এবং প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসায় আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনবে সরকার। আগামী ২২ এপ্রিল কমপক্ষে ২শ বাংলাদেশী নাগরিক রাঙ্গামাটি আসবে।

এমতাবস্থায়, প্রবাসীদের থেকে করোনার সংক্রমণ এড়াতে ও রাঙ্গামাটিকে করোনা মুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও সেনাবাহিনী। রাঙ্গামাটি কৃষি গবেষনা ইন্সটিটিউট প্রশিক্ষণ কেন্দ্রে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন এনডিসি উত্তম কুমার দাশ। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখার পরে যদি তারা সকলে সুস্থ হন তবে পরবর্তীতে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে।