খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

ছবি-৪: খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

১৯ এপ্রিল রোববার ত্রাণ বিতরণ কার্যক্রমে পানছড়ি উপজেলার মধ্যনগর, মোল্লা পাড়া, মুসলিম নগর, উল্টাছড়ি ও বাজারসহ বিভিন্ন এলাকায় ঘর বন্দী হতদরিদ্র ১৬৫ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। এসময় তারা অসহায় মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ ও সদস্য আসাদ উল্লাহ, নাগরিক পরিষদের নেতা রবিউল হোসেন, সুমন আহমেদ, আশরাফুল আলম রনি, কামরুল ইসলাম, গোলাম মোরশেদ, বেলাল হোসেন রনি, পানছড়ি উপজেলা নেতা এরশাদ আলী, মোঃ রুবেল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় ও সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। সর্বশেষ সকলকে উদ্দেশ্যে করে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়া অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান।