এসএসসি পরীক্ষায় খাগড়াছড়িতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ, জিপিএ-৫ ৬৩জন - Southeast Asia Journal

এসএসসি পরীক্ষায় খাগড়াছড়িতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ, জিপিএ-৫ ৬৩জন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে এবছর এএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে ভার্চুয়াল মাধ্যমে, ৩১মে রবিবার প্রকাশিত এ ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে এসএসএস’র মাধ্যমে।

উদ্ভুত পরিস্থিতির মধ্যেই প্রকাশিত ফলাফলে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাশের হার গতবছরের পাশের হার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫৭ শতাংশে আর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন পরীক্ষার্থী।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বরাতে জানা যায়, এবার খাগড়াছড়িতে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯হাজার ৭৬জন। পাশ করেছে ৬হাজার ২‘শ ২৩জন। পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬৩টি। বিজ্ঞান বিভাগ থেকেই এসেছে ৬১টি জিপিএ-৫। বাকী ২টি এসেছে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম হলেও পাশের হার বেশি।

এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭‘শ ৬৮ জন। পাশ করেছে ১হাজার ২‘শ ৬১জন। এরমধ্যে ৬‘শ ৫২জন ছাত্র এবং ৫‘শ ৯৯জন ছাত্রী। পাশের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮‘শ ১২ জন। পাশ করেছে ৩ হাজার ৯২জন। এরমধ্যে ১হাজার ২‘শ ৫৩জন ছাত্র এবং ১হাজার ৮‘শ ৩৯জন ছাত্রী। পাশের হার ৫৪ দশমিক ২৬ শতাংশ। গেল বছরের মত এবারো বিভাগটি থেকে কোন জিপিএ-৫ আসেনি। ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ৪‘শ ৯৬জন। পাশ করেছে ১হাজার ৮‘শ ৮০ জন। এরমধ্যে ৯‘শ ৯৮জন ছাত্র এবং ৮‘শ ৮২জন ছাত্রী। এই বিভাগ থেকে জিপিএ-৫ এসেছে ২টি। গেল বছরের পরীক্ষায় পাশের হার ছিল ৬৫ দশমিক ৪৬ শতাংশ।