রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় কৃতকার্যের হার ৭৬.৮৭ শতাংশ
 
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতির কারণে এবছর এএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে ভার্চুয়াল মাধ্যমে, ৩১মে রবিবার প্রকাশিত এ ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে এসএমএস’র মাধ্যমে।
উদ্ভুত পরিস্থিতির মধ্যেই প্রকাশিত ফলাফলে পার্বত্য জেলা রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৭৬.৮৭ শতাংশ শিক্ষার্থী। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন।
রবিবার (৩১ মে) বিকেলে রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
জেলার শিক্ষা বিভাগ জানায়, ২০২০ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় রাঙামাটি পার্বত্য জেলার মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ২শত ৭৭ জন। এরমধ্যে মোট কৃতকার্য ৬ হাজার ৩শত ৬৩ জন। এবারে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে রাঙামাটিতে শীর্ষে রয়েছে কাপ্তাই নেভী উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটি। এই শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ এর সংখ্যা মোট ৫৬ জন।
