খাগড়াছড়িতে নতুন করে করোনা আক্রান্ত ৩জন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষকসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে। ইতোমধ্যে জেলার দুর্গম লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলা ব্যতীত সাত উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
রোববার (৩১ মে) সকালে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষকসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জানান, নতুন করে করোনায় আক্রান্ত তিনজনের মধ্য খাগড়াছড়ি সদরের একজন, মহালছড়ির একজন ও মাটিরাঙ্গার একজন।
এদিকে, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চট্টগ্রাম ফেরত স্বামীর করোনা শনাক্ত হওয়ার সপ্তাহ পার না হতেই স্কুলশিক্ষিকা স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত এ দম্পতি মাটিরাঙ্গার বাবুপাড়ার নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম।