হিলি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক - Southeast Asia Journal

হিলি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন।

গত ২৮ মে রোববার জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে তিনি হিলি সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা। পরে বিএসএফের সঙ্গে বৈঠক করেন বিজিবি মহাপরিচালক।

বৈঠকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলান্ত রায় শর্মা, রায়গঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার এবং বিজিবির পক্ষে সেক্টর কমান্ডার রাশেদ আশগর, জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের জানান, চোরাচালান ঠেকানোসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজিবি-বিএসএফ একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছে। আগের থেকে বিজিবি ও বিএসএফের সম্পর্ক অনেক ভালো হয়েছে।

হিলিতে সীমান্ত হাট বসানো নিয়েও কথা বলেন মেজর জেনারেল নাজমুল হাসান। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে, হিলিতে সীমান্ত হাট বসাবে, তাহলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

You may have missed