বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এ কে খন্দকার ঘাঁটি
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাঁচদিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় বিমান বাহিনীর ৭টি ঘাঁটির দল।
চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ২-০ গোলে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্যের জন্য ঘাঁটি বাশার দলের ফ্লাইং অফিসার আবদুল্লাহকে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির সদস্যরা।
প্রতিযোগিতাটি গত ২৯ জুন ২০২৫ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি উদ্বোধন করেন।
উল্লেখ্য, এ ধরনের খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতা বিমানসেনাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও মনোবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।