গাজীপুরের টঙ্গী থেকে রোহিঙ্গা কিশোর আটক

গাজীপুরের টঙ্গী থেকে রোহিঙ্গা কিশোর আটক

গাজীপুরের টঙ্গী থেকে রোহিঙ্গা কিশোর আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গাজীপুরের টঙ্গীর মোক্তারবাড়ি রোড এলাকা থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশে সোপর্দ করা হয়।

আটক হওয়া কিশোরের বয়স ১৫ বছর। সে কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে সে ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়ে এবং গাড়ি করে টঙ্গীতে আসে। পরে শুক্রবার রাত ৯টার দিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের প্রতিনিধি এলে আনুষ্ঠানিকভাবে কিশোরকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া কিছু কিশোর-যুবকের বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।