সাজেকে পাহাড় ধস: বিজিবির প্রচেষ্টায় ৫ ঘণ্টা পর কংলাক সড়কে স্বাভাবিক হয় যান চলাচল
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক সড়কে পাহাড় ধসে প্রায় ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যদের দ্রুত ও নিরলস প্রচেষ্টায় পুনরায় স্বাভাবিক হয়েছে যান চলাচল।
২৩ জুলাই (বুধবার) রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভোর ৫টার দিকে কংলাক সড়কের একটি বড় অংশে পাহাড় ধসে পড়ে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে আটকা পড়েন বিভিন্ন রিসোর্টে অবস্থানরত দেশি-বিদেশি পর্যটকরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে বিজিবি সদস্যরা। মাটি ও ধ্বংসস্তুপ সরিয়ে সকাল ১০টার দিকে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার পাহাড় ধস ও সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে এমন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।