নিজ গ্রামে ফিরলেন কেএনএফের নির্যাতনে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের আরও ২ জন

নিজ গ্রামে ফিরলেন কেএনএফের নির্যাতনে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের আরও ২ জন

নিজ গ্রামে ফিরলেন কেএনএফের নির্যাতনে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের আরও ২ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার বম সম্প্রদায়ের আরও দুই ব্যক্তি মিজোরাম থেকে ফিরে এসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) নিজ এলাকায় তারা প্রত্যাবর্তন করেন।

তারা ২০২৪ সালের মে মাসে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফের নির্যাতনে নিজ পাড়া ত্যাগ করে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ এক বছর দুই মাস পর, সরকারের আশ্বাসে সেনাবাহিনী ও বম সোস্যাল কাউন্সিলের সহযোগিতায় তারা আবার ফিরে এসেছেন নিজ এলাকায়।

ফিরে আসা ব্যক্তিরা হলেন- রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি প্রাংশা ইউনিয়নের তামলৌ পাড়ার বাসিন্দা লাল রাম সাং বম, পিতা: পাকনিন বম, মাতা: দারঙেন বম এবং লাল ক্রস পার বম, পিতা: লাল রাম সাং বম, মাতা: জিং ফম বম। । বর্তমানে তারা বেথেল পাড়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানের পরিপ্রেক্ষিতেই তারা নিজ পাড়ায় ফিরে এসেছেন বলে জানা গেছে। নিরাপত্তা ও সহায়তার আশ্বাসে ধীরে ধীরে আরও পরিবার ফিরে আসার প্রত্যাশা করা হচ্ছে।

এর আগেও আরও বেশ কয়েকটি পরিবার নিজ গ্রামে ফিরেছেন। সরকারের পক্ষ থেকে সেবাবাহিনী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। খাদ্য, নিরাপত্তা নগদ অর্থসহ স্বাস্থ্যসেবা, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলনা সামগ্রীও প্রদান করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।