মাদারীপুর ও ঝিনাইদহে পৃথক সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৯ জন গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
গতকাল গভীর রাতে মাদারীপুর ও ঝিনাইদহে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি .৩০৩ কাটা রাইফেল, একটি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মিলন সব্যসাচী (৫৪), কামাল মাতাব্বর (৫৩), খাদিজা (২৩), লাকি বেগম (৪৫), পারুল (৪৫) এবং মনু মাতাব্বর (৫০)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার টেকরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সন্দেহভাজন হিসেবে আটক করা তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাইফুল ইসলাম পাভেল (৩৬), সবেদ আলী মোল্লা (৫৫) ও মোহাম্মদ আলী রাজ শেখ (২১) নামের তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম পাভেলকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।