সীমান্তে বিএসএফের পুশইনের পর রোহিঙ্গা যুবকসহ ২ জনকে আটক করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইনের পর রোহিঙ্গা যুবকসহ ২ জনকে আটক করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইনের পর রোহিঙ্গা যুবকসহ ২ জনকে আটক করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়াইল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ২ জনকে পুশইন করলে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে বড়াইল সীমান্ত দিয়ে বিএসএফ ওই দুই ব্যক্তিকে পুশইন করে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন রোহিঙ্গা। দুজনেই পুরুষ।

বিজিবি সিলেট বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়নের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বড়াইল সীমান্ত দিয়ে বিএসএফ ওই দুই ব্যক্তিকে পুশইন করে। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয় বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর আটকদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।