বান্দরবানের আলীকদমে সেনা জোন কাপ ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে সেনা জোন কাপ ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে সেনা জোন কাপ ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবনের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে চৈক্ষ্যং ইউনিয়ন একাদশকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জয় করে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশ।

সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবন রিজিয়নের উদ্যোগে এবং ১৬ ইস্ট বেঙ্গল এর আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে চারটি দল অংশ নেয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ ও ৪নং কুরুকপাতা ইউনিয়ন একাদশ। কয়েকদিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে সোমবার অনুষ্ঠিত হয় ফাইনাল।

খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আতিকুল করিম।

বিশেষ অতিথি ছিলেন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর আনোয়ারুল ইসলাম।

এছাড়া আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম, থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল দর্শক খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, সেনা জোন ফুটবল কাপকে ঘিরে আলীকদমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা প্রতিযোগিতাটিকে অত্যন্ত আগ্রহ নিয়ে উপভোগ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।