বাজার ফান্ডের ঋণ জটিলতা নিরসনে সরকারের উদ্যোগ চায় পিসিসিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাজার ফান্ডের ঋণ জটিলতা নিরসনে সরকারের উদ্যোগ চায় পিসিসিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাজার ফান্ডের ঋণ জটিলতা নিরসনে সরকারের উদ্যোগ চায় পিসিসিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘদিন ধরে বাজারফান্ড জমি নিয়ে চলমান প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন এবং জমি বন্ধক রেখে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালু করার দাবিতে রাঙামাটিতে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্যরা।

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জট, ব্যাংক ঋণ পাচ্ছেন না ব্যবসায়ীরা

স্মারকলিপিতে বলা হয়, বাজারফান্ড জমি মর্টগেজ (বন্ধক) করতে না পারায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অর্থ সংকটে ভুগছেন, ব্যবসার পরিধি ছোট হয়ে আসছে এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ নষ্ট হচ্ছে। এতে কর্মসংস্থানের ক্ষেত্রও সীমিত হয়ে পড়ছে।

পিসিসিপি নেতারা অভিযোগ করেন, ২০১৭ সালে প্রথমবারের মতো বাজারফান্ড এলাকার মিউটেশন মামলা স্থগিত করা হয়। কিছুদিন পর তা চালু হলেও ২০১৯ সালে আবারও বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যবসায়ীরা ঋণ সুবিধা পাচ্ছেন না, বাণিজ্যিক কার্যক্রম সংকুচিত হচ্ছে এবং হতাশা বাড়ছে।

তারা আরও বলেন, “বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা যতদিন অবসান না হবে, ততদিন পাহাড়ের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ক্রমাগত সংকুচিত হতে থাকবে।”

সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তবে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবরুদ্ধ করে রাখবে পিসিসিপি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।