মণিপুরে কুকি-জোদের সঙ্গে নতুন শান্তিচুক্তি, দুই বছর পর অশান্তি কমানোর উদ্যোগ
![]()
নিউজ ডেস্ক
দীর্ঘ অশান্তির পর মণিপুরে নতুন করে সাসপেনশন অব অপারেশনস (SoO) চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার, মণিপুর রাজ্য সরকার এবং কুকি-জো সম্প্রদায়ের প্রতিনিধিরা। বৃহস্পতিবার হওয়া এ চুক্তির লক্ষ্য রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মহাসড়কগুলো নিরাপদ রাখা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করা।
চুক্তির মূল শর্তাবলি
চুক্তি অনুযায়ী, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা হবে এবং রাজ্যের প্রাণশক্তি হিসেবে পরিচিত ন্যাশনাল হাইওয়ে-২ যাতায়াতের জন্য অবাধভাবে খোলা রাখা হবে। পাশাপাশি, সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর আরও কঠোর নজরদারি চালানো হবে। এর অংশ হিসেবে বিভিন্ন ক্যাম্পের সংখ্যা কমিয়ে আনা হবে, অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়া হবে সিআরপিএফ ও বিএসএফের ঘাঁটিতে, এবং যোদ্ধাদের তালিকা যাচাই করে নিশ্চিত করা হবে যাতে কোনো বিদেশি নাগরিক সেখানে না থাকে।
দুই বছরের অস্থিরতা
২০২৩ সালের ৩ মে কুকি-জো জনগোষ্ঠীর আন্দোলনের পর থেকে মণিপুরে উত্তেজনা শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার সুপারিশের প্রতিবাদে ওই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং পরে তা ভয়াবহ জাতিগত সংঘর্ষে রূপ নেয়। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৬০ জনেরও বেশি, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর ও মিজোরাম সফর করবেন বলে জানা গেছে। তবে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো নিশ্চিত হয়নি।
আদালতের নির্দেশনায় পঞ্চায়েত নির্বাচন
এদিকে, রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু করতে গত সপ্তাহে কঠোর নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট। আদালত জানায়, ২০১৭ সালের পর আর কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি। ২০২৩ সালের জুনে নির্বাচন হওয়ার কথা থাকলেও বারবার তা পিছিয়ে দেওয়া হয়।
প্রধান বিচারপতি কেম্পাইয়া সোমাশেখর ও বিচারপতি গুনেশ্বর শর্মার সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২৯ আগস্ট রায় দেন—অস্থায়ী প্রশাসনিক কমিটিগুলোর মেয়াদ ছয় মাসের বেশি হতে পারে না। সে অনুযায়ী, অতীতে সরকারের দেওয়া মেয়াদবর্ধিত সব নির্দেশই অবৈধ বলে ঘোষণা করেন আদালত।
প্রসঙ্গত, নতুন শান্তিচুক্তি কার্যকর হলে রাজ্যে দীর্ঘদিন ধরে চলা জাতিগত অস্থিরতা প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।