কুষ্টিয়ায় পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

কুষ্টিয়ায় পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

কুষ্টিয়ায় পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়া সীমান্তবর্তী উদয়পুর এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১১৫টি অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেনের উদ্যোগে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

কুষ্টিয়ায় পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।