ইন্দো-প্যাসিফিক এন্ডেভার’র প্রথম পর্যায়ের জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সমাপ্ত

ইন্দো-প্যাসিফিক এন্ডেভার’র প্রথম পর্যায়ের জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সমাপ্ত

ইন্দো-প্যাসিফিক এন্ডেভার’র প্রথম পর্যায়ের জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সমাপ্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE) ২০২৫–এর প্রথম পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে এই সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়।

ইন্দো-প্যাসিফিক এন্ডেভার’র প্রথম পর্যায়ের জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সমাপ্ত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

তিনি এ আয়োজনকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ইন্দো-প্যাসিফিক এন্ডেভার’র প্রথম পর্যায়ের জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সমাপ্ত

সেমিনারে কারিগরি অধিবেশন ও আলোচনায় অংশগ্রহণকারীরা প্রযুক্তিগত অগ্রগতি, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান খাতে টেকসই জ্বালানি ব্যবহারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সামরিক কার্যক্রমে জ্বালানি স্থিতিস্থাপকতা বাড়ানোর কৌশল এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পথনকশাও উপস্থাপিত হয়।

বিমান বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা, পরিবেশবান্ধব কার্যক্রম এবং আধুনিক বিমান প্রযুক্তি গ্রহণের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই আকাশ প্রতিরক্ষা গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed