রাঙামাটির বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের পোস্ট কমান্ডার আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বগাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও তার সহযোগী আটক হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে এলাকার সকল চলাচলরত যানবাহনের তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনীর বরাত অনুযায়ী, চেকপোস্টে আসা একটি মোটরসাইকেল সেনাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে যায়। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পূর্বে সংগৃহীত তথ্য-ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয় যে, আটককৃতরা হলেন ইউপিডিএফ পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা।
সেনাবাহিনী অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গোলাবারুদ, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ ২টি চাঁদা আদায়ের রসিদ।
সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে তৎপর রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।