সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারির মৃত্যু, বিজিবি সদস্য আহত
![]()
নিউজ ডেস্ক
সিলেটের জৈন্তাপুরে বিজিবির গুলিতে এক একজন নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরাকারবারিদের সুপারিবোঝাই পিকআপ ধাওয়া করে বিজিবি। এ সময় গাড়িটি নয়াখেল রাস্তার বাঁকে পৌঁছালে বিজিবি সদস্যরা গুলি ছোঁড়েন।
তাদের গুলিতে নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে আলমাস মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির টহলরত সদস্যদের উপর আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। নয়াখেল গ্রামে তাদের গাড়ি আটক করতে বিজিবি গুলি ছুঁড়লে গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।
চোরাকারবারির হামলায় বিজিবির কয়েকজন সদস্য আহত হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।