৫৭ বিজিবির মানবিক উদ্যোগ: দূর্গম সীমান্তে শীতার্ত নৃ-গোষ্ঠী পরিবারে শীতবস্ত্র ও অনুদান

৫৭ বিজিবির মানবিক উদ্যোগ: দূর্গম সীমান্তে শীতার্ত নৃ-গোষ্ঠী পরিবারে শীতবস্ত্র ও অনুদান

৫৭ বিজিবির মানবিক উদ্যোগ: দূর্গম সীমান্তে শীতার্ত নৃ-গোষ্ঠী পরিবারে শীতবস্ত্র ও অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সর্বদক্ষিণ–পূর্বাঞ্চলের দুর্গম সীমান্তে বসবাসরত বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়া, পানঝিরি ও লিকড়ী সীমান্ত এলাকায় শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।

অত্যন্ত দুর্গম এই সীমান্ত এলাকায় দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছে ৫৭ বিজিবি সদস্যরা প্রান্তিক পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন। একই সঙ্গে অসচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করা হয়, যা তাদের মৌলিক চাহিদা পূরণ ও শীতকালীন ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে স্থানীয়রা জানান।

May be an image of one or more people, slow loris and text that says 'দষ্েিূল্যে দুঃস, অসহায়দের মাঝে বিনামূল্যে লীতবস্র বিতরণ পনায়: আলীকদম मा'

স্থানীয় পাড়াকারবারী, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন এবং বিজিবির এ মানবিক সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

৫৭ বিজিবির অধিনায়ক জানান, পর্যায়ক্রমে ব্যাটালিয়নের অন্যান্য বিওপি এলাকাতেও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী আরও বলেন, “বাংলাদেশ-মায়ানমার সীমান্তের সবচেয়ে দুর্গম অংশে দায়িত্ব পালনকারী আলীকদম ব্যাটালিয়ন কেবল সীমান্ত নিরাপত্তাই নয়, স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণেও সমানভাবে কাজ করছে।”

May be an image of one or more people and text that says 'দুরছ, অসহায়দের মাবে বিনামুল্যে তবল বিতরণ ਯੜষਕ LI BRAZIL aca'

তিনি জানান, চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় অসহায় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা, খাদ্য সহায়তা, ত্রাণ বিতরণ, অগ্নিকাণ্ড–বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

তিনি আরও বলেন, “দূর্গম পার্বত্য সীমান্তে বসবাসরত নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি ধারাবাহিকভাবে কাজ করছে। সামাজিক সম্প্রীতি, পাহাড়ি–বাঙালি ভ্রাতৃত্ব ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে এসব কার্যক্রম অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।”

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে ‘জাতীয় দায়িত্ব’-এর অংশ হিসেবে বিবেচনা করে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি নিয়মিতভাবে এসব উদ্যোগ গ্রহণ করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *