পানছড়ির দুদকছড়ায় টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুদকছড়া গ্রামে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির লোগাং জোন (৩ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিপুরাপাড়ায় স্থাপিত দুটি টিউবওয়েল উদ্বোধন করেন।

এ সময় তিনি এলাকার অসহায় কৃষকদের মাঝে প্রয়োজনীয় বিভিন্ন কৃষি উপকরণও বিতরণ করেন, যাতে তারা সীমান্ত এলাকায় স্বনির্ভর কৃষিকাজে আরও উৎসাহিত হতে পারেন।
পাশাপাশি অংজ পাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য ধর্মীয় গুরুর হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

জোন অধিনায়ক জানান, সীমান্তের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল বাসিন্দার জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, স্থানীয় জনগণের মৌলিক সেবায় সহযোগিতা করা এবং শান্তি–সম্প্রীতি বজায় রাখা বিজিবির দায়িত্ববোধের অংশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পানি সংকট ও কৃষি উৎপাদন–সংক্রান্ত সমস্যায় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছিল। বিজিবির এ উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং জনগণের সঙ্গে সুরক্ষাবাহিনীর পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।