রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় কৃতকার্যের হার ৭৬.৮৭ শতাংশ - Southeast Asia Journal

রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় কৃতকার্যের হার ৭৬.৮৭ শতাংশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে এবছর এএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে ভার্চুয়াল মাধ্যমে, ৩১মে রবিবার প্রকাশিত এ ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে এসএমএস’র মাধ্যমে।

উদ্ভুত পরিস্থিতির মধ্যেই প্রকাশিত ফলাফলে পার্বত্য জেলা রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৭৬.৮৭ শতাংশ শিক্ষার্থী। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন।

রবিবার (৩১ মে) বিকেলে রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

জেলার শিক্ষা বিভাগ জানায়, ২০২০ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় রাঙামাটি পার্বত্য জেলার মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ২শত ৭৭ জন। এরমধ্যে মোট কৃতকার্য ৬ হাজার ৩শত ৬৩ জন। এবারে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে রাঙামাটিতে শীর্ষে রয়েছে কাপ্তাই নেভী উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটি। এই শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ এর সংখ্যা মোট ৫৬ জন।