খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ী খাল থেকে উপজাতি ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে পাহাড়ী ছড়া (খাল) থেকে উজাই মারমা (৩৮) নামের এক উপজাতি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজাই মারমা উপজেলার রাজপাড়ার মৃত মংথুই মারমার ছেলে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানা যায়, উপজেলার রাজপাড়াস্থ্য মুহামনি-মানিকছড়ি বাজার সংযোগ সেতুর নীচের পাহাড়ী খালে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মেয়ে উক্রাচিং মারমা তার বাবার মৃতদেহ শনাক্ত করেন।
উক্রাচিং মারমা জানান, সকালে বাসা থেকে ভাত খেয়ে খালে মাছ ধরার উদ্দেশ্যে বের হন তার পিতা। পরে দুপুর ১২ টার দিকে রাজ্যপাড়াস্থ খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং পরিচিতরা তার বাড়িতেও খবর পাঠায়। উক্রাচিং মারমা আরো জানান, তার বাবা মৃত উজাই মারমা নিউরোলজিক্যাল (মৃগী) বা স্নায়ুবিক রুগী ছিলেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ্যপাড়াস্থ খালে সেতুর পিলারের সাথে মরদেহ আটকে আছে মর্মে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।