খাগড়াছড়ির দীঘিনালায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্প’র আওতায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ির দীঘিনালায়ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২রা অক্টোবর) সকালে ভিত্তি প্রস্থর স্থাপন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় আয়োজিত আলোচনা সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অর্জনের লক্ষে কাজ করে যাচ্ছেন। আর এসডিজি অর্জনে দক্ষ জনবল প্রয়োজন। বাংলাদেশ প্রচুর শ্রমশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটধারী জনশক্তি রপ্তানি করা গেলে এ আয়ের পরিমাণ বহুগুণে বেড়ে যাবে, এতে করে দেশ এবং এলাকা আরো বেশী লাভবান হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলার নির্বাহী পরিচালক মোঃ আসিফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আশুতোষ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

You may have missed