কাপ্তাইয়ের জেএসএস (এমএন লারমা) নেতা সাজাইমং আর নেই
নিউজ ডেস্ক
পাহাড়ের আঞ্চলিক সংগঠন এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানা কমিটির সক্রিয় সদস্য ও সাবেক ইউপি সদস্য সাজাইমং মারমা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
জানা যায়, ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে হঠাৎ স্ট্রোক করেন সাজাইমং মারমা। এসময় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন দলীয় নেকা-কর্মীরা। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রামে রেফার করেন। পরবরবকীতে বিকেল ৩টার দিকে তাকে চট্টগ্রামে নেয়ার পথে গাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দলীয় নেতা-কর্মীরা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র অপরাজনীতি ছেড়ে এমএন লারমা সমর্থিত জেএসএস’এ যোগ দেয়ার কারণে জেএসএস(সন্তু) সন্ত্রাসীদের হুমকিতে এলাকা ছাড়তে হয়েছিলে সদ্য প্রয়াত এ নেতাকে। দীর্ঘদিন তিনি খাগড়াছড়িতে থেকে দলীয় কর্মকান্ড পরিচালনা করতেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলার নেতারা।