করোনায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ২১৭২ - Southeast Asia Journal

করোনায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ২১৭২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৬৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (২০ মার্চ) ভাইরাসটিতে ২৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৮ জন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এ সময়ে ২১ হাজার ২৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ১০৮টি নমুনা। দেশে মোট ২১৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০ লাখে করোনায় শনাক্তের হার তিন হাজার ৩৫২.০৬ জন; সুস্থ তিন হাজার ৬৭.৪৪ এবং মৃত্যু ৫০.০৩ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ, বাকি তিনজন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৬৯০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৭০ জন, বাকি দুই হাজার ১২০ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ২৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৩, ৫১ থেকে ৬০ বছরের ছয়, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুই এবং অন্যজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।