ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮
 
নিউজ ডেস্ক
ফরিদপুরের মাঝকান্দিতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এছাড়া ভাঙ্গার বিশ্বরোড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত হয়েছেন।
এ বিষয়ে কানাইপুর হাইওয়ে থানার এএসআই মোহাম্মদ রাসেল জানান, সকাল ৯টার দিকে মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝকান্দি এলাকায় পৌছার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক নারীসহ দুজনের মৃত্যু হয়। আর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক শিশুসহ ৪ জন মারা যায়। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক।
এর আগে ভোরে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের থাকা ২ শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার ভোরে ভাঙ্গা বিশ্বরোডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিকুল খানের পুত্র সাকিল খান (২২)। অপর নিহত ও আহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
