মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১৩ - Southeast Asia Journal

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার ভোররাতে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের লেবুতলা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ জন পুরুষ, ৩ নারী ও ৩ শিশুকে আটক করে। আটককৃতদের বাড়ি মাদারীপুর, মাগুরা, খুলনা, যশোর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়।