থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমারের বিমান হামলা
নিউজ ডেস্ক
কোনো নিন্দা ও প্রতিবাদ বিক্ষোভে দমতে রাজি নয় মিয়ানমারের সামরিক সরকার। এবার থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমার বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর রয়টার্স এর।
জানা গেছে, কারেন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গতকাল শনিবার থাইল্যান্ডের সীমান্তবর্তী পাপুন জেলার একটি গ্রামে এ হামলা চালানো হয়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনে ১১৪ জন নিহত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর গতকাল শনিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এ নিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছেন।