খুলনা বিভাগে একদিনে করোনায় ২৮ জনের মৃত্যু - Southeast Asia Journal

খুলনা বিভাগে একদিনে করোনায় ২৮ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনায় খুলনা বিভাগে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহীতে করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছে আরো ১০ জন। এদিকে রাজশাহীতের একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ১২ শতাংশ।

বর্তমানে শনাক্তের হার ৪২ শতাংশ। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীই গ্রামের। বয়স্ক রোগীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তরুণদের মৃত্যুর হারও। এদিকে, খুলনা মেডিকেলের করোনা ইউনিটেও একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি সামলাতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৭০টি শয্যায় শুরু হয়েছে করোনা চিকিৎসা। এছাড়া বাগেরহাটের মোংলায় ২০ দিনের লকডাউনের পরেও শনাক্তের হার ৪৫ শতাংশ। সংক্রমণের উর্দ্ধগতিতে বগুড়া পৌরসভাসহ সদর উপজেলায় নতুন করে আরোপ করা হচ্ছে কঠোর লকডাউন।

এছাড়া, যশোরের বেনাপোলে, ঝিনাইদহে, চুয়াডাঙ্গায়, সাতক্ষীরাসহ দেশের বেশিরভাগ জেলাতেই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।