টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ল্যাপটপ-সাউন্ড বক্সসহ আটক তিন
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠা সাউন্ড সিস্টেমের দোকান থেকে কম্পিউটার ও সাউন্ডবক্সসহ তিন ব্যক্তিকে আটক করেছে। গতকাল সোমবার বিকালে ক্যাম্প থেকে তিনটি কম্পিউটার ও সাতটি সাউন্ড বক্সসহ তাদের আটক করা হয়।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন অফিসার ও ফোর্স এবং ক্যাম্প ইনচার্জ (সিআইসি) প্রতিনিধির সমন্বয়ে ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা কম্পিউটার ও সাউন্ড বক্সের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামসু আলম (২৩), মো. হাসিম (২৩) ও নুরুল জোহারকে (৪৭) আটক করা হয়। এ সময় তিনটি কম্পিউটার ও সাতটি সাউন্ড বক্স জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত এসব ডিভাইসগুলো সিআইসি অফিসে জমা রাখা হয় এবং পরবর্তীতে সেগুলো শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসে পাঠানো হবে। অন্যদিকে আটককৃত রোহিঙ্গাদের ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক রেখে মাঝির (ব্লক লিডার) জিম্মায় দেয়া হয়।