টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ল্যাপটপ-সাউন্ড বক্সসহ আটক তিন - Southeast Asia Journal

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ল্যাপটপ-সাউন্ড বক্সসহ আটক তিন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠা সাউন্ড সিস্টেমের দোকান থেকে কম্পিউটার ও সাউন্ডবক্সসহ তিন ব্যক্তিকে আটক করেছে। গতকাল সোমবার বিকালে ক্যাম্প থেকে তিনটি কম্পিউটার ও সাতটি সাউন্ড বক্সসহ তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন অফিসার ও ফোর্স এবং ক্যাম্প ইনচার্জ (সিআইসি) প্রতিনিধির সমন্বয়ে ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা কম্পিউটার ও সাউন্ড বক্সের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামসু আলম (২৩), মো. হাসিম (২৩) ও নুরুল জোহারকে (৪৭) আটক করা হয়। এ সময় তিনটি কম্পিউটার ও সাতটি সাউন্ড বক্স জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত এসব ডিভাইসগুলো সিআইসি অফিসে জমা রাখা হয় এবং পরবর্তীতে সেগুলো শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসে পাঠানো হবে। অন্যদিকে আটককৃত রোহিঙ্গাদের ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক রেখে মাঝির (ব্লক লিডার) জিম্মায় দেয়া হয়।