ভাসানচরে রোহিঙ্গাদের করোনা টিকা প্রদান - Southeast Asia Journal

ভাসানচরে রোহিঙ্গাদের করোনা টিকা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর দ্বীপে অবস্থানরত রোহিঙ্গাদের করোনার টিকা দেয়া হয়েছে। সোমবার (১৬ আগস্ট) এ টিকা প্রদান করা হয় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-৩ এর আওতায় ভাসানচরে অবস্থানরত সব রোহিঙ্গা জনগোষ্ঠীকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে।

এ কাজে সহযোগিতা করার জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং বাংলাদেশ নৌ-বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সিভিল সার্জন।

প্রসঙ্গত, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতে গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আট দফায় কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হয়েছে। এ মুহূর্তে নোয়াখালী জেলার অন্তর্গত ওই দ্বীপে ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে নারী পাঁচ হাজার ৩১৯ জন, শিশু আট হাজার ৭৯০ জন ও পুরুষ চার হাজার ৪০৯ জন।